ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ০৭:৫৪
ছবি : সংগৃহীত

নায়িকা হিসেবে অভিনয় জগতে মুগ্ধতা ছড়িয়ে বার বার ইতিবাচক আলোচনায় আসেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিতই থাকেন আলোচনায়। কখনও বিয়ে নিয়ে, আবার কখনও পোশাক। বিশেষ করে তার বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো হরহামেশাই শোনা যায়।

তবে এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে শোনা গিয়েছিল, জিম ট্রেনারকে মন দিয়েছেন এই লাস্যময়ী নায়িকা।

এবকার নতুন করে টলিপাড়ায় গুঞ্জন চলছে, নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।

সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসাথে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। যদিও পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়। তবে ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন বলছে অন্য কথা!

জানা গেছে, টলিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শুধু বাংলাতেই নয়, ভিন্ন ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। রাজীবের সাথে বিচ্ছেদের ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এক বছরও টেকেনি ওই সংসার। পরে ২০১৯ সালে রোশনকে বিয়ের এক বছর না যেতেই বিবাহবিচ্ছেদের মামলা করে বসেন শ্রাবন্তী।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ