নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিশেষ করে আইটেম গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যেই বলিউডে জায়গাটা পাকা করে নিয়েছেন লাস্যময়ী এই নায়িকা। সেইসাথে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোরার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি রুপি। বলিউডে প্রায় এক দশক কাজ করেই এই বিপুল সম্পদের অধিকারী হয়েছেন তিনি।
বর্তমানে সিনেমায় অভিনয়ের জন্য এক কোটি রুপি নেন নোরা। আইটেম গানের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ। তবে তার রোজগারের মূল উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরেই মাসে প্রায় ৩০-৪০ লাখ আয় করেন নোরা।
মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। আমেরিকান আর্কিটেক্ট পিটার মারিনোর ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েকটি কোটি টাকা খরচ করেছেন তিনি। কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তার। নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার মূল্য ৫ কোটি।
এছাড়া বিএমডব্লিউ ফাইভ সিরিজ (৬৫ লক্ষ), মার্সেডিজ বেন্জ (৩৩ লক্ষ), হোন্ডা সিটি (১২ লক্ষ) সহ একাধিক গাড়ি রয়েছে এ লাস্যময়ীর। বাড়ি, গাড়ি ছাড়াও নোরার সংগ্রহে রয়েছে একাধিক দামী ব্যাগ, যার মূল্য ৫ থেকে ৭ লক্ষ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ