নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিকল্প ধারার চলচ্চিত্রের প্রসার, সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ প্রদানের চিন্তা এবং প্রত্যাশাকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘চোখ চলচ্চিত্র উৎসব ২০২৩’ আরম্ভ হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে ‘বীরকন্যা প্রীতিলতা, জেকে ১৯৭১ এবং সাঁতাও’ এ তিনটি বিকল্প ধারার চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল হাসান জানিয়েছেন।
ইমরুল হাসান জানান, উৎসবের প্রথম দিন (১৬ মার্চ) দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ। দ্বিতীয় দিন (১৭ মার্চ) বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে ‘জেকে ১৯৭১’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমান বন্দরে পাকিস্তানের একটি বিমান হাইজ্যাক করেছিলেন ফরাসী নাগরিক জ্যঁ ক্যুয়ে। ঐতিহাসিক এই ঘটনা অবলম্বনে পরিচালক ফখরুল আরেফিন খান এ চলচ্চিত্র নির্মাণ করেন।
তিনি জানান, শেষদিন দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। ‘সাঁতাও’ রংপুরের আঞ্চলিক একটি শব্দ। টানা সাতদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার সময় বুঝাত দেশের উত্তরাঞ্চলে ‘সাঁতাও’ শব্দটি ব্যবহৃত হয়। এই সময়টা কৃষিনির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রাম ও প্রান্তিক মানুষের জীবনের কাহিনীকে কেন্দ্র করে গণ-অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
তিন দিনব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করতে আগামী ১৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এবং প্রদর্শনীর দিন সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ