ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

আলোচনায় তিন তারা

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৩, ১০:০১
ছবি : সংগৃহীত

ব্যক্তিগত জীবন এবং শিল্প চর্চা দুয়ে মিলেই তারকাদের জীবন। তবে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তারকারা। এবার এই আলোচনায় রয়েছেন শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের বাইরে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করে নতুন করে আলোচনায় এসেছে পূজা চেরী রায়।

এছাড়া সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এ ঘটনার রেশ না কাটতেই এবার নিজেই কতবার পড়ে গেছেন, সেই কথা নিজ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

জ্যোতিকা জ্যোতি : অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তিনি দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। জ্যোতির পৈতৃক নিবাস ময়মনসিংহের গৌরীপুরে।

আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন তিনি। স্নাতকোত্তরে অধ্যয়নকালীন তিনি ময়মনসিংহের বহুরূপী থিয়েটারে যোগ দেন। তবে এ নাট্যদলের হয়ে মঞ্চে ওঠার সুযোগ হয়নি তার। তবে ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।

এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীসময় তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেক আপ’। ২০১০ সালের শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি।

পূজা চেরী রায় : আইটেম গানে নেচে আলোচনায় এসেছেন পূজা চেরী রায়। ‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি, কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ এমন কথামালার আইটেম গান প্রকাশ হয়েছে। এতে ঠোঁট মিলিয়েছেন পূজা। এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

দীপ্ত প্লে’র অরিজিনাল ফিল্ম ‘পরি’তে এই আইটেম গানটি ব্যবহার করা হয়েছে। গানের মূল শিরোনাম ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে। ‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।

‘পরি’র গল্প এগিয়েছে এভাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক হতে? ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

এতে পূজার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্মিত জোভান আহমেদ। ‘পরি’র চিত্রনাট্য করেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরো অনেকে।

মেহজাবীন চৌধুরী : সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমন একাধিক ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ফেসবুকে তিনি লিখেছেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় একবার পড়ে গিয়েছিলেন। তখন তিনি অনেক ছোট ছিলেন। কিছুটা দুষ্টুমিষ্টি মেয়ে হিসেবেই ক্লাসে পরিচিত ছিলেন। এই প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাওয়ার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

দ্বিতীয়বারের মতো পড়ে যাওয়ার ঘটনায় বেশ চমকে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেবার আর স্কুলে নয়, রীতিমতো একটি নামকরা ফাইভ স্টার হোটেলে। সেই ঘটনা প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ নানা শ্রেণির মানুষ ছিল। বুফের টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে পড়ে যাই।’

শেষ ঘটনাটি বেশ মারাত্মক ছিল। মেহজাবীনের কথায় একেবারে ভয়ংকর ছিল ঘটনাটি। হাতে থাকা কফি একেবারে তাঁর গায়ে পড়েছিল। সিঁড়ি থেকে নামতে গিয়ে পরে শরীরেও প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন।

মেহজাবীন সেই ঘটনা প্রসঙ্গে লিখেছেন, ‘এবার ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি, সিঁড়ি থেকে নামছিলাম ফোনে টেক্স করতে করতে। নামতে গিয়ে করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত, কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সিং করব না, কসম কাটলাম।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ