ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

দক্ষিণী সিনেমায় নিষিদ্ধ হলেন ইলিয়ানা

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৩, ১৯:০৯

বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। বলিউডে অনেকটাই স্বমহিমায় টিকে আছেন এই অভিনেত্রী। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দারুণ জনপ্রিয়তাও পেয়েছে। বিশেষ করে অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অক্ষয়ের বিপরীতে ‘রুস্তম’ এ নজর কেড়েছেন।

এবার সুপরিচিত এ অভিনেত্রীকে নিষিদ্ধ করেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। অথচ তার ক্যারিয়ারজুড়ে দক্ষিণী সিনেমাই সবচেয়ে বেশি।

এমন জনপ্রিয় অভিনেত্রীকে নিষিদ্ধ করার কারণ হিসেবে জানা গেছে, ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ, পরিচালকের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। কথা দিয়েও কথা রাখেননি। পারিশ্রমিক নিয়েও সিনেমায় অভিনয় করেননি। এমন অপেশাদারের মতো কাজকে নিন্দা জানিয়ে তাকে নিষিদ্ধ ঘোষণা করে তামিল ইন্ডাস্ট্রি। বিষয়টি নিয়ে এখন অবধি কোনো প্রতিক্রিয়া জানাননি ইলিয়ানা।

শুটিং নিয়েই ব্যস্ত তিনি। চলতি বছর দুটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। একটির নাম ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ