নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই অভিনেতা নরেশ বাবু। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। এর আগে দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তৃতীয় স্ত্রী রামায়ার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি।
তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন নরেশ-পবিত্রা।
চলতি বছরের শুরুতে পবিত্রা লোকেশকে বিয়ের ঘোষণা দেন নরেশ বাবু। অবশেষে পবিত্রা লোকেশকে বিয়ে করলেন এই অভিনেতা। নরেশ বাবু তার অফিসিয়াল টুইটারে বিয়ের ভিডিও প্রকাশ করেছেন।
তাতে দেখা যায়, নরেশ-পবিত্রা পরস্পরকে মালা পড়িয়ে দিচ্ছেন। অগ্নি সাক্ষী রেখে দুজনকে সাতপাকে ঘুরতে দেখা যায়। বড় পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে। যদিও অতিথিদের তালিকা ছোট।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ