বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

অস্কারে কাকতালীয়

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৩, ০৮:২৮

হলিউডে এবারের পুরস্কার মৌসুম বেশ চমকপ্রদ বলা যায়। একটির সঙ্গে অন্যটির বিজয়ী তালিকা খুব একটা মিলছে না। বরং ব্যাপক বৈচিত্র্য লক্ষণীয়। ফলে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আয়োজন অস্কার বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কারণ কে পুরস্কার পাবেন তা নিয়ে পূর্বাভাস দেয়া মুশকিল হয়ে পড়েছে।

আগামী ১২ মার্চ (বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এবারের আসরের মনোনয়ন তালিকা ঘেটে পাওয়া গেলো কিছু অদ্ভুত কাকতালীয় ব্যাপার ও নতুন রেকর্ডের সম্ভাবনা।

নাম ভূমিকায় থাকলেই মনোনয়ন অস্কারের সেরা অভিনেত্রী বিভাগে কেট ব্ল্যানচেটের আগে যেসব চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন, তিনি সবকটিতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। ‘টার’ ছবিতে নিন্দিত সংগীত পরিচালক লিডিয়া টার চরিত্রের আগে ‘ক্যারল’, ‘ব্লু জেসমিন’, ‘এলিজাবেথ’ এবং ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ’ ছবির জন্য মনোনীত হন অস্ট্রেলিয়ান এই তারকা।

আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ‘টার’ ছবির প্রায় সব দৃশ্যে দেখা গেছে তাকে। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ীদের মধ্যে প্রয়াত ব্রিটিশ তারকা ভিভিয়েন লি ‘গন উইথ দ্য উইন্ড’ ছবিতে আরও বেশিক্ষণ পর্দায় ছিলেন।

বক্স অফিসের রানি : বক্স অফিসে ২০০ কোটি মার্কিন ডলার ছাড়ানো ব্যবসা করা চারটি চলচ্চিত্রে অভিনয় করা প্রথম অভিনয়শিল্পী জোয়ি স্যালডানা। এবারের অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ২০০ কোটি মার্কিন ডলারের অভিজাত ক্লাবে নাম লেখানোর আগে আরও তিনবার এই সাফল্য উপভোগ করেছেন তিনি। এগুলো হলো ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

পুরুষ চরিত্রকে নারীতে বদলে ফেলা ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে থাকা কেট ব্ল্যানচেট ও মিশেল ইও অভিনীত চরিত্র দুটি প্রাথমিকভাবে পুরুষ হিসেবে ভাবা হয়েছিল! মাল্টিভার্স অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এ মিশেল ইও অভিনীত চরিত্রে প্রথমে জ্যাকি চ্যানকে প্রস্তাব দেয়া হয়েছিল।

তখন মিশেল ইওকে নায়কের স্ত্রীর চরিত্রে ভাবা হয়েছিল। পরে চরিত্র দুটি পুরোপুরি বিপরীত করে ফেলা হয়। অন্যদিকে ‘টার’ ছবিতে কেট ব্ল্যানচেট অভিনীত নিন্দিত অর্কেস্ট্রার পরিচালক লিডিয়া টারকে পুরুষ হিসেবে ভাবা হয়েছিল। পরে সংশ্লিষ্টদের মনে হয়েছে, পুরুষ হলে তার প্রতি দর্শকদের অত আগ্রহ নাও জন্মাতে পারে।

সেজন্য চরিত্রটি নারী করে ফেলা হয়েছে। অভিজাত ক্লাবে পরিচালক জুটি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য যুগ্মভাবে সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। অস্কারের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার পরিচালক জুটি এই বিভাগে মনোনয়ন পেলেন।

এর আগে মনোনীত হয়েছেন রবার্ট ওয়াইজ ও জেরোম রবিন্স (ওয়েস্ট সাইড স্টোরি), ওয়ারেন বিটি ও বাক হেনরি (হ্যাভেন ক্যান ওয়েট) এবং জোয়েল ও এথান কোয়েন (নো কান্ট্রি ফর ওল্ড মেন এবং ট্রু গ্রিট)। একই উপন্যাস নিয়ে একাধিক ছবির মনোনয়ন ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে লুইস মাইলস্টোন পরিচালিত একই নামের ছবি ১৯৩০ সালে অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়।

৯৫তম অস্কারে একই উপন্যাসে অনুপ্রাণিত নেটফ্লিক্সের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। অস্কারের ইতিহাসে কোনো উপন্যাসে অনুপ্রাণিত ছবি সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতার পর একই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবির মনোনয়ন পাওয়ার ঘটনা আছে আর দুটি।

১৯৩৬ সালে ফ্রাঙ্ক লয়েডের ‘মিউটিনি অন দ্য বাউন্টি’ অস্কার জয়ের ২৭ বছর পর ১৯৬৩ সালে মনোনীত হয় লুইস মাইলস্টোন পরিচালিত ‘মিউটিনি অন দ্য বাউন্টি’। এ ছাড়া ১৯৬২ সালে রবার্ট ওয়াইজ ও জেরোম রবিন্স পরিচালিত ‘ওয়েস্ট সাইড স্টোরি’ অস্কার জয়ের পর ৬০ বছর পর ২০২২ সালে মনোনয়ন পায় স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ