ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

‘পাঠান’র সাফল্যে দারুণ খুশি শাহরুখ

প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৩, ১৩:৩১

বক্স অফিসে ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে শাহরুখের ‘পাঠান’। ছবির এই সাফল্যে দারুণ খুশি এখন শাহরুখ খান। তাই ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা।

সামাজিকমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘এটা ব্যবসার বিষয় নয়, একান্তই ব্যক্তিগত। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। কিন্তু ব্যক্তিগত চেষ্টা না থাকলে এটা কখনই সফল হয় না। ধন্যবাদ সবাইকে যারা পাঠানকে ভালোবাসা দিয়েছেন এবং যারা সিনেমায় কাজ করেছেন। আপনারা প্রমাণ করেছেন যে পরিশ্রমের সাফল্য এবং ভরসা এখনও বেঁচে আছে।’

মুক্তির ৪৩ দিন পর বিশ্ব বক্স অফিসে ১০৩৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ‘পাঠান’। ছবিটিকে ঘিরে দর্শক উন্মাদনা এখনও কমেনি একটুও।

৪ বছর পর বড় পর্দায় ফিরে বলিউডের হারানো গৌরব ফিরিয়েছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

নয়াশষতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ