নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জয়া আহসান ও অপি করিম; দুজনেই দেশের বিনোদন অঙ্গনের প্রধান সারির তারকা। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি সিনেমাতেও অভিনয় করেছেন জয়া।
অন্যদিকে অপি অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যে তাকে পর্দায় দেখা যায়। সর্বশেষ আশফাক নিপুণের নির্দেশনায় ‘মিস শিউলী’ নাটকে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। তবে ব্যক্তিজীবনে বেশ ভালো সম্পর্ক জয়া-অপির। একসঙ্গে বেশ কয়েকটি কাজও করেছেন।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘নির্জন স্বাক্ষর’ নাটকে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি আরেকটি বিশেষ উপলক্ষে একত্র হয়েছেন জয়া-অপি।
এদিকে ‘মায়ার জঞ্জাল’ নামে একটি সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন অপি করিম। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ ফেব্রুয়ারি। তাই অপি করিমের সিনেমা মুক্তির শুভক্ষণে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন জয়া।
সিনেমাটির বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপি করিমের যুক্ত হওয়া, শুটিংয়ের অভিজ্ঞতা, প্রত্যাশাসহ অনেক কিছু নিয়ে অপির মুখোমুখি হয়েছেন জয়া। সোমবার রাজধানীর একটি ক্যাফেতে বসে অপি করিমের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি ব্যবহার করা হবে ‘মায়ার জঞ্জাল’-এর প্রচারকাজে। কয়েক দিনের মধ্যেই ফেসবুক ও ইউটিউবে প্রকাশ পাবে দুই অভিনেত্রীর কথোপকথন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ