ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪

দক্ষিণী সিনেমায় জাহ্নবী

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯

বলিউডের অন্যতম সুপার স্টার অভিনেত্রী প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনী কাপুরের কন্যা জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া জাহ্নবী কাপুর ইতোমধ্যে বলিউডে বেশ কিছু কাজ করে ফেলেছেন।

শোনা যাচ্ছে শিগগিরই দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর অনেক দিন ধরেই মিডিয়ার শিরোনামে রয়েছে।

যদিও, অতীতে জাহ্নবীর বাবা বনি কাপুর তার দক্ষিণী অভিষেকের কথা অস্বীকার করেছিলেন। এখন আবারও জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর সামনে আসছে। দাবি করা হচ্ছে অভিনেতা জুনিয়ার এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।

ভারতীয় গণমাধ্যম জানায় জাহ্নবীকে দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে। তবে সিনেমার নাম এখনও ঠিক হয়নি। বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা।

দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে। যদিও জাহ্নবীর বাবা মেয়ের সাউথ ডেবুকে অস্বীকার করছেন। যাইহোক, মিডিয়া রিপোর্ট অনুসারে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে নির্মাতারা সম্প্রতি জাহ্নবীকে চুক্তিবদ্ধ করেছেন। তিনি শিগগিরই জুনিয়র এনটিআরের সঙ্গে একটি ফটোশুটের জন্য দলের সঙ্গে যোগ দেবেন।

এমন ও দাবি করা হচ্ছে যে নির্মাতারা কয়েক দিনের মধ্যে এই ফটোশুট করার পরিকল্পনা করছেন। বনি কাপুর যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবীর দক্ষিণে অভিষেকের একটি বিবৃতি দিয়েছেন।

অন্যদিকে, একটি ইভেন্ট চলাকালীন জুনিয়র এনটিআর ভক্তদের অনুরোধ করেছিলেন তার পরবর্তী সিনেমা সম্পর্কে আরও আপডেট না চাইতে।

অভিনেতা বলেছেন, এটি তাকে ও পুরো দলকে চাপে ফেলেছে। নতুন কিছু হলে তিনি নিজেই জানাবেন। এনটিআর কখন ফিল্মে জাহ্নবীর এন্ট্রি নিয়ে তার নীরবতা ভাঙেন তা দেখতে আকর্ষণীয় হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ