নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক, ঢালিউডের কিং শাকিব খান। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ‘আগুন’ সিনেমার কিছু অংশের শুটিং ঢাকার আফতাবনগরে চলছিল। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন ঢালিউড কিং খান।
জানা গেছে, আগুন’ সিনেমার মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারো পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব। জাম্প স্প্রিং যে মরিচা পড়া, এটা কেউই খেয়াল করেনি। লাফ দিতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন তিনি। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শাকিব খানকে নেয়া হয়।
এ প্রসঙ্গে শাকিবের ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ গণমাধ্যমকে জানান, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।
বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন, জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজসহ আরো অনেকেই।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ