নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন একটি মতৈক্যে এসেছে বলে জানা গেছে। সেই হিসেবে দেশের প্রেক্ষাগৃহে হয়ত এ মাসেই মুক্তি পেতে পারে বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দীর্ঘ আলোচনার পর তারা এ মতৈক্যে আসেন। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, গতকাল মিটিংয়ে আমাদের অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছেছি। ভালো কিছু সিদ্ধান্ত এসেছে, এর মধ্যে অন্যতম একটা বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়। দুই বছরে ২০টি হিন্দি সিনেমা আমাদের এখানে মুক্তি দিব, এমন সিদ্ধান্ত নিয়েছে আমাদের ১৯টি সংগঠন। সেটা ‘পাঠান’ দিয়েই শুরু হবে আশা করছি।
এই সিদ্ধান্তগুলো নীতিমালা আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে বলে জানান তিনি।
‘আগামীকালের (মঙ্গলবার) মধ্যে হয়ত কাগজগুলো পৌঁছে যাবে মন্ত্রণালয়ে। এরপর তো আমাদের হাতে কিছু নেই, মন্ত্রণালয় ওকে করলেই যেকোনো সময় ‘পাঠান’ মুক্তি পাবে।’
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, আমরা হিন্দি ছবি আনতে চাই। এফডিসির সংগঠনগুলোর নীতিমালা মেনেই আমরা ছবি আনবো।
এদিকে সোমবার বিকেলেও এফডিসির ১৯ সংগঠন চূড়ান্ত ঐক্যমত্যের জন্য আবার মিটিংয়ে বসেছেন। পরিচালক সমিতির শাহ আলম কিরণ জানান, নীতিমালা করা হচ্ছে। এই অনুযায়ী এদেশে হিন্দি ছবি আসতে পারে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথমে ১০টি এবং পরের বছর ১০টি ছবি আসতে পারবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ফেস্টিভ্যালগুলোতে শুধু বাংলাদেশের ছবি চলবে। ছবি আনার ব্যাপারে একটি কমিটি থাকবে। সেই কমিটি বাছাই করবে হিন্দি ছবি আমদানি করা যাবে কিনা। তাছাড়া যারা হিন্দি ছবি আনবে প্রদর্শনের একটি পার্সেন্টেজ দিতে হবে। এমন আরও কিছু নিয়ম থাকছে।
আমদানিকারক অনন্য মামুন বলেন, ‘পাঠান’ মুক্তির দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। লিখিত অনুমতিপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে আমি আশাবাদী শিগগির মুক্তি পাবে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ