মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনায় তিন অভিনেত্রী

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২

সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শিল্পীদের পর্দায় বা মঞ্চে পারফমেন্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাদের ভক্তদের জানার আগ্রহ থাকে। তাই তারকাদের শিল্পী জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনের ব্যস্ততা এবং নানাবিধ কর্মকাণ্ডের বিষয়ে জানতেও বেশ আগ্রহ দেখান ভক্তরা। তাইতো তাদের প্রিয় শিল্পীদের প্রাত্যহিক জীবনের গল্প জানতে দর্শক শ্রোতারা উন্মুখ হয়ে থাকেন। সম্প্রতি পাদপ্রদীপের আলো থেকে কিছুটা দূরে থাকা তিন শিল্পীর কর্মকাণ্ড নিয়ে এই প্রতিবেদন।

তমা মির্জা: তানিম রহমান অংশুর ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন তমা মির্জা। সংশ্লিষ্টরা মনে করেন সালমান শাহের মৃত্যু রহস্য উদঘাটনের গল্প রয়েছে এতে। অন্যতম চরিত্রে রয়েছেন তমা মির্জা। ধারণা করা হচ্ছে, সালমান শাহের স্ত্রী (সামিরা) অথবা নায়িকা (শাবনূর) চরিত্রে দেখা যাবে তমাকে। যদিও নির্মাতা অংশু আর নায়িকা তমা বিষয়টি নিয়ে খুব একটা কথা বলছেন না। তাছাড়া এরমধ্যে সালমান শাহ পরিবারের পক্ষ থেকেও নেয়া হয়েছে আইনি ব্যবস্থা। তমা মির্জা বলেন অনেকেই অনেক কথা বলছে। আসলে তেমন কিছু না। ‘৭ নম্বর ফ্লোর’ নিয়েও অনেকে অনেক কথা বলেছে। মুক্তির পর দেখা গেল-এটা নতুন একটা গল্প। এখানে যে চরিত্র, সেটি যে আগে করিনি তা নয়। তবে একটু ডিফারেন্ট ক্যারেক্টার এটা। এর বেশি বলতে পারছি না। হইচই থেকে বারণ আছে। তবে এটা বলতে পারি, অনেক বছর পর একটা মাল্টি কাস্টিংয়ের কাজ করলাম। এত বিগ বাজেট এখনকার অনেক সিনেমাতেও থাকে না, যেটা এই সিরিজে ছিলো।’ হইচই শিগগিরই সিরিজটি উন্মুক্ত করবে। কাছাকাছি সময়ে বিঞ্জ অ্যাপে আসবে ‘ফ্রাইডে’। রায়হান রাফী দুজনকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘সুড়ঙ্গ’।

আফসান আরা বিন্দু: মিজানুর রহমান আরিয়ানের গল্পে নির্মাণ হয়েছে ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। যেখানে দীর্ঘ বছর পর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রানায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন আফসান আরা বিন্দু। আজ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বড়পর্দা কাঁপানো অ্যাকশন হিরো আরিফিন শুভ এই সিনেমা প্রসঙ্গে বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ তারিখ থেকে যখন মানুষ দেখা শুরু করবে, তারা কি বলবে তা জানার অপেক্ষায় আছি। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি।’ অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। তবে তিনি বেশ নার্ভাস বটে। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিবেন তিনি। এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও তানিয়া আহমেদকে। ‘নেটওয়ার্কের বাইরে’র পর পরিচালক মিজানুর রহমান আরিয়ানের দ্বিতীয় সিনেমা ‘উনিশ২০’। আরিয়ান বলছেন, ‘আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে ‘উনিশ২০’ একটা মন ভালো করা এবং হূদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি সিনেমাটা ভালো লাগে তাহলে সে যেন তার বন্ধু-পরিবার সবাইকে নিয়ে আবারও সিনেমাটা দেখে এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করে।’ ফিল গুড লাভ স্টোরি বা ফিল গুড রোম্যান্স ঘরানার ৯০ মিনিটের এই সিনেমায় থাকবে তিনটি গান। এই সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন শেখ রাজিবুল ইসলাম। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।

সাদিয়া জাহান প্রভা : শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। একটা সময় নাটক পাড়ায় তার দারুণ ব্যস্ততা থাকলেও অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত প্রভা। গত শুক্রবার প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা বলেছেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্ল্যাটফর্মে আমার কোনও আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন। এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন না করা। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ