নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি অভিনয়ে যেমন সক্রিয়, তেমনি সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায়ই ভিন্ন ভিন্ন লুকে ছবি এবং ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি মাথা ঘুরিয়ে দেন নেটিজেনদের। সেই ধারাবাহিকতায় আবারো তিনি ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় তিনি বিভিন্ন কৌশলে নিজেকে উপস্থাপন করছেন ভিন্নরূপে। যে ফাল্গুনের আগুন হয়ে ফুটেছেন হলদে ফুল।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন- ‘ঐতিহ্যে মোড়ানো, অনুগ্রহের সাথে স্টাইল করা’।
ওই ছবিগুলোতে দেখা যায়, জয়া পরেছেন হলুদ রঙের শাড়ি এবং সঙ্গে পিঠ খোলা ব্লাউজ। আর এরইমধ্যে ওই পোস্টের নিচে চব্বিশ শত প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ১৭৩ শেয়ার এবং মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন,‘পড়েনা চোখের পলক/ কি তোমার রূপের ঝলক।’ আরেক নেটিজেন লেখেন, ‘ফাগুনের আগুন’। আর একজন লিখেছেন, ‘তোমার রূপে আমি মুগ্ধ ভালবাসা অবিরাম’। অন্যজন লিখেছেন, ‘এই তো বসন্ত এসে গেছে...’।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ