নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
তারকারা নিজেদের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের পরীক্ষা চালান। কেউ ব্যস্ত নাক সুন্দর করতে। কেউ আবার ঠোঁট কিংবা পুরো মুখমণ্ডলের। আর এ কারণে মাঝে মধ্যে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তারা। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছে সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বর্তমানে একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন এই গায়িকা।
আর সেই সেট থেকেই নিজের একটি ছবি তুলে পোস্ট করেন তিনি। ওই ছবিতে দেখা যাচ্ছে, মোনালির পরনে রয়েছে অরেঞ্জ ও কালো রঙের প্রিন্টেড শাড়ি, কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসইভাবে নিজেকে সাজিয়েছিলেন তিনি। আর সেই ছবি পোস্ট করতেই নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে গায়িকার কমেন্টবক্সে। কেউ লিখেছেন, আপনাকে আনফলো করতে বাধ্য হলাম। অনেকে মন্তব্য করেছেন, মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? দেখতে খুবই বাজে লাগছে। আরেক নেটিজেন লিখেছেন, আপনার নাকে কী হয়েছে? তবে এসব মন্তব্যের কোনো নানা জবাবই দেননি তিনি মোনালি। বিয়ের বর্তমানে বিদেশেই স্থায়ী হয়েছেন এই গায়িকা। তবে আপাতত কাজের জন্য ভারতেই অবস্থান করছেন তিনি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ