নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রী পূর্ণিমা। একটা সময় ছিল যখন সারা দেশের সিনেমা হলে মুক্তি পেত পূর্ণিমা অভিনীত ঈদের ছবি। প্রেক্ষাগৃহে ছবির সেই জৌলুস আর নেই।
পর্দায় মিষ্টি হাসিতে হাজারো যুবকের হৃদয় কেড়ে নেয়া এই গুণী অভিনেত্রীকে এখন আর আগের মতো নিয়মিত নন চলচ্চিত্রে।
তবে নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্টে ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই নায়িকার দেখা মেলে। উপস্থাপনায়ও পাওয়া যায় তাকে। তবে আসন্ন রোজার ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে পূর্ণিমা অভিনীত ‘আহারে জীবন’ ছবিটির।
এ তথ্য নিশ্চিত দিয়েছেন পরিচালক ছটকু আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছি। দুই দিনের শুটিং এখনো বাকি, সেটা সেরে শিগগির পোস্ট প্রডাকশনের কাজ শুরু করব।’
আসছে ঈদে প্রথমবার ওয়েব সিরিজেও দেখা যাবে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র এই নায়িকাকে। বঙ্গতে কাজল আরেফিন অমির সিরিজ ‘হোটেল রিলাক্স’-এ পুলিশের চরিত্রে দেখা যাবে লাস্যময়ী পূর্ণিমাকে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ