নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কপালে সিঁদুর, হাতে শাঁখা পলা কপালে রক্তলাল টিপ। আসলে এমন সাজে ভিডিও শেয়ার করার কারণ হলো এক প্রমোশনাল ভিডিও। বধূ বেশে ধারণ করা স্বস্তিকার এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ফতে আলি খানের, ‘এরি সখি রে মোরে পিয়া ঘর আয়ে’ গানটি। অনেকেই প্রশংসা করছেন তার এমন সাজের ভিডিও দেখে।
কেউ কেউ বলছেন দেবীর মতো লাগছে। আবার কেউ বলেছেন মা দুর্গার স্বস্তিকা। অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্বস্তিকা। বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবেই দিন কাটাচ্ছেন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ বিয়েটা না হলে আমি অন্বেষাকে পেতাম না। আমার পুরো জীবনটাই আমার মেয়েকে নিয়ে। ও না থাকলে আমি পাগল হয়ে যেতাম। জীবনে ৪০ বসন্ত পার করেছেন স্বস্তিকা। কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখনো সমান আবেদনময়ী তিনি।
অন্যদিকে গেল সপ্তাহে ২৩-তম বসন্তে পা রেখেছেন স্বস্তিকার মেয়ে অন্বেষা। অন্বেষা বর্তমানে বিদেশে স্নাতকোত্তর করছেন। নব্বই দশকের শেষের দিকে রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সুর পাল্টে গেল কিছুদিন না যেতেই। সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি ছেড়ে আসেন স্বস্তিকা। টালিউডের পাশাপাশি বলিউডেও এখন তার নাম চর্চায়। সম্প্রতি ‘কলা’ ছবিতে ভূয়সী প্রশংসিত হয়েছে তার অভিনয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ