নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (১০ জুন) জানিয়েছেন, সপ্তাহখানেকের মধ্যে নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য এমপিওভুক্তির সংবাদ আসবে।
বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারবো বলে আশা রাখছি। এমপিওভুক্তির যে কাজটি আমরা করছি সেটি খুব দ্রুতই প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। তবে এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।
এ সময় ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এমন একটি পরিস্থিততিতে ভালো একটি বাজেট হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শতকরা প্রায় ২০ শতাংশ বেড়েছে। সুতরাং সন্তুষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের গবেষণায় বরাদ্দ বেড়েছে। এখন বরাদ্দকৃত টাকা কত ভালোভাবে কাজে লাগাতে পারব সেটি মূল বিষয়।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ