নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলাফলে এবারের পাসের হার ৯৩.৫৮ শতাংশ।
কোন বিভাগে জিপিএ-৫ কত :
প্রাপ্ত ফলাফলে রাজশাহীতে ৩২ হাজার ৮০০ জন, বরিশাল ৯ হাজার ৯৭১ জন, চট্টগ্রাম ১৩ হাজার ৭২০ জন, কুমিল্লাহ ১৪ হাজার ১৫৩ ও সিলেটে ৪ হাজার ৭৩১ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, যশোর ২০ হাজার ৮৭৮ জন এবং ময়মনসিংহে ৭ হাজার ৬৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।
গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ