নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক বলেন, একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বেলা পৌনে ১টার দিকে পরীক্ষার রুটিন জানতে পেরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল-কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ