নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দিনে দুপুরে মাইশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসের মধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভগী মাইশা জান্নাত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুথ বর্ষের শিক্ষার্থী।
মাইশার উদ্ধৃতি দিয়ে তার বন্ধু মাহমুদ সাকী বলেন, ‘সে তার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। কাজলা থেকে রিকশা যোগে হলে যাচ্ছিলেন। এই সময় পেছন নেয় মোটসাইকেলে থাকা দুই যুবক। রিকশাটি জুবেরি ভবন সংলগ্ন প্যারিস রোডে এলে মোটরসাইকেলে থাকা এক যুবক ছাত্রীর হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে দ্রুত গতিতে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘ব্যাগে মোবাইল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আমরা বিষয়টি প্রক্টর স্যারকে জানিয়েছি। সিসি ক্যামরার ফুটেজে ছিনতাইকারী দুজনকে দেখা যায় বলেও জানান সাকী।’
প্রক্টর দপ্তরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর একটা ৪৯ মিনিটে ভুক্তভোগী ছাত্রী কাজলা গেইট দিয়ে রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশ করেন। তার কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে দুজন যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের দুজনের মুখে মাস্ক পরা ছিল। পরবর্তীতে ১টা ৫১ মিনিটে ওই মোটরসাইকেল থাকা ওই দুই যুবককে প্রথম ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝের রোড দিয়ে চলে যেতে দেখা যায়।
ভুক্তভোগী ছাত্রীর দাবি, দুই মিনিটের মাঝেই ওই দুই যুবক জুবেরি ভবনের সামনে থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর লাইব্রেরির সামনে দিয়ে বিজ্ঞান ভবনের রোডের দিকে চলে আসে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। তার বর্ণনা অনুসারে, ওই ছাত্রী ছিনতাইয়ে জড়িত দুইজনকে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছেন। মতিহার থানা পুলিশকেও বিষয়টি জানিয়েছি।’
সার্বিক বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাই নি।’
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ