ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

তিতুমীর কলেজের ৯০ শিক্ষার্থীকে শোকজ

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৩, ২১:২৬

বিভাগ ও কলেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কলেজের ব্যানার ব্যবহার করে বেড়াতে যাওয়ায় ৯০ শিক্ষার্থীকে শোকজ করবে সরকারি তিতুমীর কলেজ প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

শনিবার (১১ মার্চ) কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ৯০জন শিক্ষার্থী নারায়নগঞ্জের সোনারগাঁও এ বেড়াতে গিয়ে স্থানীয় অজ্ঞান বখাটেদের দ্বারা হামলার শিকার হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (১২ মার্চ) কলেজে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, শিক্ষার্থীরা সবাই সুস্থ হলে আমরা তাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাধ্যমে ডাকব এবং ঘটনার ব্যাখ্যা নিব। কেনো তারা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কলেজের ব্যানার ব্যবহার করে বেড়াতে গিয়েছিল। এসব বিষয়ে সত্যতা যাচাই করে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার জন্য তারা বিভাগীয় শিক্ষকদের জানিয়েছিলেন। তাদের আশ্বাস পেয়ে ভ্রমণের আয়োজন করেন শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষের অনুমতি নিতে গেলে অনুমতি পায়নি শিক্ষার্থীরা। কিন্তু ভ্রমণের সকল আয়োজন সম্পন্ন করে ফেলায় যাত্রা বাতিল করতে পারেনি শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ