নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ রানার্সআপ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সকালে টস জিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায় খুবি। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে খুবি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সমর্থ হয়।
এর আগে ১৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার উচ্ছ্বসিত খুবি শিক্ষার্থীরা।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ