ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাস্ট ডিবেটিং সোসাইটির আয়োজনে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান প্রতিযোগিতাটির উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠান উপ-উপাচার্য বলেন, পাস্ট ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের জন্য আমি আনন্দিত। ভাষার মাসে এই প্রতিযোগিতা বিতার্কিকদের মধ্যে একুশের চেতনা আরও বেগবান করবেন বলে আমি আশা করি। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের প্রেরণা। বাঙালি জাতি একুশের এই চেতনাকে সব সময় লালন করে। আজকের এই প্রতিযোগিতার প্রতিযোগিরা একুশের চেতনাকে লালন করে আগামীদিনে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস।

৬ষ্ঠ আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং কুমারী সঞ্চিতা রাণীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক তাসিন রহমান।

এ সময় পাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক এবং বর্তমান দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন বিভাগের বিতার্কিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতাটি ২১টি বিভাগের ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ট্যাব রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল শেষে শুক্রবার সেমিফাইনাল এবং শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছেন দৈনিক নয়া শতাব্দী।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ