নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এ বরাবরের মতো অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা বেলুন উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ট্রান্সপোর্ট চত্বরে দিনব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধনের সময় অধ্যাপক আলতাফুন্নেসা বলেন, শুভ বসন্ত! ভালোবাসা দিবস মানেই বসন্তের ভালোবাসা। বসন্তের ভালোবাসার মধ্যে দিয়েই দেশকে ভালোবাসবো, দেশের কথা চিন্তা করবো। বসন্তে সুন্দর কোকিলের ডাক শোনা যায়। বসন্ত বর্ণিলরূপে আসে। মাঘ মাসের শেষের থেকে বসন্তে ফুল ফোটার কথা কিন্তু গাছের একটিও ফুল নেই। অথচ এই মাসটাকেই ফুলের রাজা বলা হয়।
তিনি আরও বলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এক মাসের জন্য গ্রামে পাঠায়। গ্রামে পাঠানোর একটিই কারণ গ্রামের লোকদের অভাব-অনটন, গ্রামের সম্পর্কে জানা, খাবার-দাওয়ার ধরন জানা, কে মুক্তিযুদ্ধ করেছিলো, কার কবর কোথায় আছে; সেগুলো তুলে নিয়ে আসার জন্য। একেক ব্যাচ একেক জায়গায় যায়। এর অর্থ হলো- বিভিন্ন বইয়ের মাধ্যমে কত বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে না আসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বসন্ত হচ্ছে শীতের প্রবণতা থেকে বেরিয়ে এসে আরেকটা ঋতুতে প্রবেশ করা।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাবর্তন করা। নিয়মিত উপাচার্য ছাড়া সনদপত্র আমরা কাউকে দিতে পারি না। উপাচার্য নিয়োগের প্রচেষ্টা চলছে। আমরা আশা করি, দ্রত উপাচার্য নিয়োগ পেলেই আমরা সমাবর্তন করবো। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক উৎসব চলছে। আমরা সবগুলো চালিয়ে যেতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ উৎসবকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান ও বসন্ত উৎসব এর বিশেষ আলোচনা এবং দ্বিতীয় পর্বে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। উৎসবের শেষভাগে থাকবে গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটির সদস্যদের পরিবেশনায় কিছু গান।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ