নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চারুকলা বিভাগ বনাম উদ্ভিদবিজ্ঞান বিভাগের খেলা দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হয়। প্রথম ম্যাচে উদ্ভিদবিজ্ঞান, চারুকলার বিপক্ষে ট্রাইবেকারে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে সমাজকর্ম ট্রাইবেকারের মাধ্যমে সিএসসির বিপক্ষে জয়লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
এ বিষয়ে উপ-পরিচালক গৌতম কুমার দাস বলেন, ২০১৯ সালের পর এবার কেরাণীগঞ্জে নিজেদের মাঠে আমরা টুর্নামেন্টের আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। সামনের বছর থেকে আরও সুন্দর এবং বড় করে আয়োজন করতে পারব।
উল্লেখ্য, এবারের ফুটবল প্রতিযোগিতায় ২টি ইনস্টিটিউট ও ৩৬টি বিভাগসহ মোট ৩৮টি দল অংশগ্রহণ করবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ