ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

গবিসাসের সম্মাননা পেলেন দেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান শাহাদত

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬

বাংলাদেশের সর্বকনিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদত হোসাইন সাগরকে সম্মাননা দিয়েছে সাভারের দেশের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। রাজশাহীর পবা উপজেলার ৮ নং বড়গাছী ইউপি থেকে তিনি জয়ী হন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রান্সপোর্ট চত্বরে গবিসাসের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তাকে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করেন।

এ সময় চেয়ারম্যান বলেন, ‘নিজ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত হওয়া অনেক বেশি গর্বের। আমি সর্বদা মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এজন্য সকলের নিকট আন্তরিক দোয়াপ্রার্থী।’

গবিসাসের সভাপতি মো. বরাতুজ্জামান স্পন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, এসিআই অ্যানিমেল হেলথের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহিন শাহ, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, মো. শাহাদৎ হোসাইন সাগর গবির ব্যবসায় প্রশাসন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী। ২০২১ সালের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তখন তার বয়স ছিল ২৫ বছর ২ মাস।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ