ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

চবিতে স্টেশনতলার আয়োজনে অমর একুশে বইমেলা

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৪

ভাষার মাস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছে স্টেশনতলা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয় এ বইমেলা। যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার পাশাপাশি স্টেশনতলায় চলবে ফটোগ্রাফি এক্সিবিশন।

বইমেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে- অক্ষরবৃত্ত, বীকন পাবলিকেশন্স, বাতিঘর, নন্দন বইঘর, দাঁড়িকমা, শৈলী ও চন্দ্রবিন্দু প্রকাশনী। এছাড়া মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সেচ্ছাসেবী সহযোগী উদ্দীপ্ত বাংলাদেশ। বইমেলার প্রথমদিনে শিক্ষার্থীরা ভিড় জমিয়েছে স্টেশনতলায়।

স্টেশনতলার উদ্যোক্তাদের একজন আবু বকর চৌধুরী বলেন, স্টেশনতলার উদ্যোগে বইমেলার আয়োজন করেছি আমরা। প্রতিটি দিবসেই আমরা কোনো না কোনো ইভেন্ট রাখতে চাই। স্টেশনতলাকে শিক্ষার্থীদের কাছে আরও উপভোগ্য করে তুলবো।

পাঁচ বন্ধুর উদ্যোগে ২০২২ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় স্টেশনতলার। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মাহমুদ হাসান অয়ন, দর্শন বিভাগের আবু বকর চৌধুরী, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সাজ্জাদ আনাম পিনন, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শোয়েবুল হাসান মাসুদ এবং ফিনান্স বিভাগের চৌধুরী সাজিদ মোস্তফা আশফির উদ্যোগে শুরু হওয়া স্টেশনতলা ইতোমধ্যে সাড়া জাগিয়েছে চবি শিক্ষার্থীদের মাঝে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ