নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
‘আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের আয়োজনে পালিত হয়েছে বসন্ত উৎসব ১৪২৯।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংগীত বিভাগ, বাংলা বিভাগসহ পুরো ক্যাম্পাস মেতে উঠে বসন্ত উৎসবের আয়োজনে।
বিভাগের আয়োজনের অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানসমূহ উপভোগ করেন।
অনুষ্ঠানসমূহে বসন্তের আগমন উপলক্ষে গান নৃত্য ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ