ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

নবীন বরণ ও বিদায় সংবর্ধনায় কুবির পরিসংখ্যান বিভাগ

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।

পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরিসংখ্যান বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি। বিজ্ঞানের একটি মাদার সাবজেক্ট। জ্ঞান অর্জনে পরিসংখ্যান বিদ্যার কোনো বিকল্প নেই। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন। প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে অমিত সম্ভাবনা লুকায়িত রয়েছে- যারা আবিষ্কার করতে পারে তারা সফল হয়। সমস্যাকে জয় করতে হয়, মোকাবেলা করতে হবে তাতেই সফলতা। প্রত্যেক শিক্ষার্থীদের নিজের জায়গা নিজেরই সৃষ্টি করতে হবে।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান দুলাল চন্দ্র নন্দী বলেন, উচ্চ শিক্ষার জন্য আমাদের অনেক শিক্ষক ও শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন দেশে অবস্থান করছে। যা আমাদের বিশ্ববিদ্যালয় ও পরিসংখ্যান বিভাগের জন্য গর্বের। করোনা মহামারির কারণে বিভাগে কিছুটা সেশনজট থাকলেও বর্তমানে আমরা তা কাটিয়ে উঠেছি। শিক্ষার্থীরা এখন নির্দিষ্ট সময়ে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করতে সক্ষম হচ্ছে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সবাই মেধা দিয়েই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২টি কাজ জ্ঞান অর্জন করা ও জ্ঞান সৃষ্টি করা। প্রথমে আমাদের নিজেদের অবস্থান জানতে হবে। পরিসংখ্যানের অন্যতম ফিল্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি।

প্রসঙ্গত, পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান সমিতির উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ