ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

খুবিতে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯

রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী সেশন অষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ও গণিত ডিসিপ্লিনের প্রধান মুন্নুজাহান আরা।

সংগঠন সূত্রে জানা যায়, এবছর কুইজ প্রতিযোগিতায় ১৪০ টিরও বেশি সংখ্যক দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ৩ জন করে শিক্ষার্থী নিয়ে মোট চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হবে এ আয়োজন।

প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রিলিমিরিরি রাউন্ড থেকে বাছাইকৃত সেরা ১৬টিম পরবর্তীতে বাজার রাউন্ডে অংশ নেবে। বাজার রাউন্ড থেকে সেরা ৩টি টিম নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি, বই, মেডেল, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

ক্লাবের সভাপতি মেহেরাব হোসেন নয়া শতাব্দীকে বলেন, সৃজনশীলতা এবং জ্ঞানের বিস্তারের জন্য কুইজের বিকল্প নেই। রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের নিয়ে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল ডেভলপমেন্টে এমন কাজ অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ