নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে অধ্যাপক ড. নূরুল আলম বলেন, 'নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাময় ও কর্ম অভিজ্ঞতায় দেশ ও জাতি ঋদ্ধ হবে। তিনি বাংলাদেশের জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিভূ হয়ে উঠবেন।'
এর আগে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। গতকাল বিকেলে ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৬৬ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ