ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বেরোবিতে 'সিঙ্গেল ঐক্যজোটের' বিক্ষোভ

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৩

প্রেমের নামে অশ্লীলতা বন্ধ ও পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ ও সমাবেশ করে সিঙ্গেল শিক্ষার্থীদের সংগঠন 'সিঙ্গেল ঐক্যজোট'।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল চত্বরে গিয়ে মিলিত হন তারা। এতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য।

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান আবির বলেন, ‘আমরা প্রেমের বিরুদ্ধে না। তবে আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করেন। পবিত্র প্রেমের নামে শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।’

সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান বলেন, আমরা ভালোবাসা দিবসের নষ্টামি, ভণ্ডামি ও অশ্লীলতার বিরুদ্ধে হলেও ভালোবাসা দিবসের বিরুদ্ধে না। আমরা চাই সবার জীবনে প্রেম আসুক।

এরআগে সিঙ্গেল ঐক্যজোটের কমিটি গঠন করা হয়। এতে লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুুদুল হাসান আবিরকে সভাপতি ও শিক্ষার্থী আসানাবিল আবীরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ