ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বসন্তবরণে রাবিতে নানা আয়োজন

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৪

আজ পহেলা ফাল্গুন। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। বসন্তের শুরুতে বাহারী রঙের ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। তাদের সুবাসে মুখরিত হয়েছে চারপাশ। ঋতুরাজকে বরণ করতে নানা আয়োজনে সেঁজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গ ক্যাম্পাসে দল বেঁধে আসতে থাকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। বাসন্তী রঙের বাহারি সাজে ভালোবাসা দিবস ও ফাল্গুনকে বরণ করে নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। যেদিকে চোখ যাচ্ছে হলুদ, সবুজ ও লালে ছেয়ে গেছে চারপাশ।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বসন্তকে বরণ করে নিতে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি পরে ক্যাম্পাসে ঘুরতে দেখা যায় শিক্ষার্থীদের। তরুণীদের মাথায় নানা ফুলের মুকুট ফাল্গুনের এই উৎসবকে নতুন মাত্রা এনে দিয়েছে।

ফাল্গুনের প্রথম দিনে ঋতুরাজকে বরণ করতে বিভিন্ন আয়োজন করে চারুকলা, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নাট্যকলা, মার্কেটিং বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে চারুকলা ও সাংবাদিকতা বিভাগ। এছাড়া ঐতিহ্যবাহী পিঠা, শাড়ি-পাঞ্জাবি, হাতের কাজ করা শিল্পকর্মের দোকান দিয়েছেন শিক্ষার্থীরা। এবছরও ক্যাম্পাসজুড়ে বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী, যাত্রাপালা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কথা হয় ইতিহাস বিভাগের নাজিয়াত সুলতানা কান্তার সঙ্গে। নয়া শতাব্দীকে তিনি বলেন, আমি বিকেলের দিকে বের হয়েছি। বন্ধুদের সঙ্গে দেখা করেছি। সবাই মিলে একসাথে ঘুরলাম, গান শুনলাম, নৃত্য দেখলাম, ছবি তুললাম। আজকের দিনটাতে বসন্তের সাথে সাথে মনেও প্রফুল্লতা এসেছে। এখন আলাদা একধরণের ভালোলাগা কাজ করছে।

মমতাজউদ্দিন আহমেদ অ্যাকাডেমিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের অনুষ্ঠানে গিয়ে কথা হয় বিভাগের শিক্ষার্থী সাবিহা খাতুনের সঙ্গে। তিনি বলেন, আমার বিভাগ এবার বসন্ত বরণের আয়োজন করেছে। সিনিয়র জুনিয়র সকলে অনুষ্ঠান উপলক্ষে একত্র হয়েছি। বিভিন্ন অনুষ্ঠান দেখছি অনেক ভালো লাগছে। তাছাড়া ক্যাম্পাসে আজ অনেক লোক বের হয়েছে। উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ