শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন মেলা

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০

আজ সুন্দরবন দিবস। দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবন নির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষায় সুন্দরবনের ভূমিকা প্রশ্নাতীত। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে 'প্রিয় মানুষকে ফুল নয় গাছ দিন' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সুন্দরবন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে শিক্ষক-শিক্ষার্থীদের র‍্যালির মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। র‍্যালিতে অংশগ্রহণ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহ (সাকার মোস্তফা), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক) ও খুলনা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন।

সুন্দরবন দিবসের শুভেচ্ছা জানিয়ে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহ বলেন, আজ বিশ্ব সুন্দরবন দিবস পালিত হলে ভালো হতো। সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস হিসেবে অবহিত করা হয়। জীব বৈচিত্র‍্য টিকিয়ে রাখতে সুন্দরবনের ভুমিকা অনস্বীকার্য। সুন্দরবন সৃষ্টিকর্তা প্রদত্ত আশীর্বাদ। আমাদেরকে এর পেছনে খরচ করতে হয় না। দরকার শুধু সচেতনতা ও রক্ষণাবেক্ষণ। বাঘ যদিও হরিণ খায় তারপরেও বাঘ না থাকলে জীব বৈচিত্র্য থাকবে না। আসুন আমরা ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি।

পরে সবার উপস্থিতিতে ফিতা কেটে সুন্দরবন মেলার উদ্বোধন করেন ড. শেখ মেহেদী হাসান। বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ সুলভ মূল্যে বেচাকেনা করা হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ