ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

ফাগুনের গানে বসন্তকে বরণ করে নিয়েছে জাবি

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৩

'ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান' গান ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে বাংলা বিভাগের উদ্যোগে বসন্তের গান ও নৃত্যের মাধ্যমে শুরু হয় বসন্ত বরণ।

এসময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি গায়ে জড়িয়ে ভালোবাসা বিনিময়ে মাতোয়ারা হন এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। পয়লা ফাল্গুনের সঙ্গে ভালোবাসা দিবস যোগ হওয়ায় এ দিনটি আরো বেশি দোলা দিয়ে যায় সব বয়সী মানুষের হৃদয়ে।

বসন্তকে বরণ করে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা বলেন, 'বাঙালি উৎসব প্রিয় একটি জাতি। ফলে তারা যেকোনো উৎসবকে নিজেদের মতো করে পালন করে। বসন্তের যে সুবাতাস, বসন্তের যে আনন্দধারা সেটার সঙ্গে ভালোবাসার স্রোতপ্রবাহ যুক্ত হয়ে বাঙালীর জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।'

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক শবনম ফেরদৌসী বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরাবরই বসন্তকে একটু অন্যরকমভাবে বরণ করা হয়। কিন্তু কোভিডের প্রকোপের কারণে গত তিন বছর বড় পরিসরে বরণ করা হয়নি। তাই এবার সবাই প্রাণ খুলে, নিজেদের উজাড় করে দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে।'

বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝেও চলছে উৎসবের আমেজ। এক শিক্ষার্থী জানান, 'শীতের তীব্রতা কমিয়ে প্রকৃতিতে নতুনত্ব এনেছে বসন্ত। ক্যাম্পাসে প্রথমবারের মতো আমি বসন্ত বরণ অনুষ্ঠান দেখেছি। ক্যাম্পাসের চারপাশে বেশ উৎসবমুখর পরিবেশ। সবমিলিয়ে অনেক ভালো লাগছে।'

বসন্ত বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে মহুয়া চত্বরে এসে শেষ হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ