নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকালে টস জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায় খুবি। প্রথমে ব্যাট করতে নেমে ঢাবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে খুবি ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক আমিন খান সর্বোচ্চ ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি দলের খেলোয়াড়, অধিনায়ক, টিম ম্যানেজার এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক প্রফেসর ড. আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় টিম ফাইনাল খেলায় বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুরূপ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ