ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বসন্তবরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে! আজ পহেলা ফাল্গুণ ও ১৪ ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস ও একইসাথে বিশ্ব ভালোবাসা দিবস।

এর পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের জন্য দিনটি আরও কিছুটা গুরুত্বপূর্ণ। কারণ আজ তাদের আবেগ ও অন্যতম ভালোবাসা এবং কারো কারো যৌবনের প্রথম প্রেম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। আজ তাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩২ পেরিয়ে ৩৩ বছরে পা দিয়েছে। এ উপলক্ষ্যে জাকজমকপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে তারা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১০.২৫ মিনিটে গোলচত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর কেক কাটা হয়।

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফলেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের জনগণ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এ বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীতে আমরা আন্তর্জাতিক পর্যায়েও সেরা হতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যভাবে কাজ করলে আমরা আরও এগিয়ে যাব।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো.খায়রুল ইসলামের সঞ্চালনায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কবির হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ