ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

পদোন্নতি না পেয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন পাবিপ্রবি শিক্ষক

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০১

পদোন্নতির সকল শর্ত পূরণ করার পরেও সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি না দেওয়ার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রশাসনিক বিভাগে তালা দিয়েছেন এক শিক্ষক। ঐ শিক্ষকের নাম ড. আবদুল আলীম। তিনি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঐ শিক্ষক প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর তিনি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তালা বন্ধ থাকার কারণে দুপুর বারোটা পর্যন্ত কোন কর্মকর্তা কর্মচারী অফিসে ঢুকতে পারেননি।

দুপুর বারোটায় উপাচার্য এবং উপ-উপাচার্যের উপস্থিতিতে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভাঙা হয়েছে। এর পর ড. আবদুল আলীম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

ঐ শিক্ষক অভিযোগ করেন গত চার বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদোন্নতি আটকে রেখেছে। গত ৮ ফেব্রুয়ারি ৬৫তম রিজেন্ট বোর্ডে উনাকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটা করেননি। তার প্রতিবাদে তিনি প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে ড. আবদুল আলীম নয়া শতাব্দীকে বলেন, গত উপাচার্যের (অধ্যাপক ড. এম রোস্তম আলী) আমার পদোন্নতি আটকে রাখার ষড়যন্ত্র হয়েছে। পদোন্নতির জন্য আমার সকল শর্ত পূরণ হলেও বিশ্ববিদ্যালয়ের একটি মহলের প্রভাবে আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। গত উপাচার্যের সময় আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে ঐ উপাচার্য থাকার সময়ই সেগুলোর নিষ্পত্তি হয়েছে। এই উপাচার্য আসার পর গত রিজেন্ট বোর্ডে আমার পদোন্নতি হওয়ার কথা ছিল। কিন্তু এখানেও বিশ্ববিদ্যালয়ের ষড়যন্ত্রকারী একটি দল বর্তমান উপাচার্যকে ভুল বুঝিয়ে আমার পদোন্নতি আটকে দিয়েছে। উনারা এখন আবার তদন্ত করার কথা বলে আমাকে হয়রানি করা করছেন। পদোন্নতি আমার প্রাপ্য, দ্রুত আমাকে পদোন্নতি দিতে হবে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান কিছু বলতে রাজি হননি। এই বিষয়ে পরে জানানো হবে বলে উনারা জানিয়েছেন।

তবে একটি সূত্র বলছে, সরকারের উচ্চ মহল থেকে ড. আবদুল আলিমের পদোন্নতির বিষয়ে আপত্তি তোলা হয়েছে। যার কারণে রিজেন্ট বোর্ড গত সভায় ড. আবদুল আলীমের পদোন্নতি দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা এবং সার্বিক অবস্থা জানতে চাইলে প্রক্টর ড. কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। যে সমস্যাটি তৈরি হয়েছে তার সমাধানের জন্য কাজ চলছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ