ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

ভালোবাসা দিবসে রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩২

ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল ‘প্রেম বঞ্চিত’ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ‘প্রেম বঞ্চিত সংঘ’ নমে এক সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে এসে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের ‘তুমি কে, আমি কে- বঞ্চিত বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’। নষ্ট প্রেমের খ্যাঁতাতে, আগুন জ্বালো একসাথে বলে স্লোগান দিতে দেখা যায়।

সংঘের প্রেম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জিএম অপি বলেন, প্রেম মানুষের পবিত্র অধিকার। আমরা এর সুষ্ঠু বাস্তবায়ন চাই। ক্যাম্পাসে একজন ব্যক্তিকে একাধিক প্রেম জড়াতে দেখলেও বুকভরা ভালোবাসা নিয়ে কাউকে বঞ্চিত হতেও দেখেছি। আমরা এই অসম বণ্টন নীতির প্রতিকার চাই।

সংগঠনের সাধারণ সম্পাদক আসনাবিল আবির বলেন, ‘আমরা কোনো না কোনো ভাবে প্রেম থেকে বঞ্চিত। এই অসম নীতি এবং ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছে আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই।

সমাবেশে সংগঠনটির সভাপতি ইহতেশানুল ইবনুর বলেন, যারা প্রেম বঞ্চিত তারা একাকিত্বে আত্মহত্যার পথ বেঁছে নেই। তাদের রক্ষার জন্য একটা সংগঠন থাকা চাই আর সেটা হলো প্রেম বঞ্চিত সংঘ। আর আমরা প্রেমের বিপক্ষে নই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একই সঙ্গে একধিক প্রেম করে তাদের বিপক্ষে আমরা।

সমাবেশ শেষে বঞ্চিদের গণস্বাক্ষর কর্মসূতি পালিত হয়। এছাড়া গরীব-অসহায়দের মাঝে খাবার বিতরণ, ও বৃক্ষরোপণ করেন তারা।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ