ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

বিল্ডিংকোড মেনে ভবন নির্মাণ কমাবে ভূমিকম্পে ক্ষতির মাত্রা

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭

ভবন নির্মাণে বিল্ডিংকোড অনুসরণ করলে ভূমিকম্পে ক্ষতির মাত্রা কমানো যাবে বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইঞ্জিনিয়াররা।

সম্প্রতি তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে সেখানে সৃষ্টি হয়েছে নারকীয় ভয়াবহতা। এতে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে মানববন্ধন পালন করেন শাবির ইঞ্জিনিয়াররা। এসময় তারা বাংলাদেশে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড অনুযায়ী নকশা ও নির্মাণ নিশ্চিত করে ভবন নির্মাণের দাবি জানান।

রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে প্রকৌশলীরা বলেন, প্রতি ১০০ বছর পর পর এরকম ভূমিকম্প পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। ১০০ বছর আগে বাংলাদেশে প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রকৌশলীগণ বলেন, তুরস্কের ভূমিকম্প আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা স্মরণ করিয়ে দিচ্ছে। বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৪নং জোন যার মধ্যে সিলেট বিভাগ অন্তর্ভুক্ত। ইতিহাস থেকে জানতে পারি ১০০ বছর পর পর এরকম ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে আতঙ্কে আছি।

এসময় সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. ইমরান কবির, অধ্যাপক ড. বিজিত কুমার বণিক, অধ্যাপক ড.গোলাম মো. মুন্না, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, অধ্যাপক ড. বাসিরুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ৬ মাত্রার ভূমিকম্প সহনশীল বলে জানিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো ৬ মাত্রা পর্যন্ত ভূমিকম্প প্রোটেক্ট করতে পারবে। তবে ভূমিকম্প কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। ভূমিকম্প কি আমার বিল্ডিংয়ের নিচে হচ্ছে নাকি এর থেকে দূরে কোথাও হচ্ছে সেটা মুখ্য বিষয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি ডাউকি ফল্ট লাইনে ভূমিকম্প হয় তাহলে শাবি নিরাপদ আছে। যদি শাবির নিচে ভূমিকম্পটা হয় তাহলে আর কিচ্ছু করার নাই।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ