ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

বেরোবি সিঙ্গেল ঐক্যজোটের নেতৃত্বে আবির-মোশফিকুর

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০১

'সিঙ্গেল আছি, প্যারা নাই। সিঙ্গেল থাকুন, প্যারা মুক্ত থাকুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সকল সিঙ্গেল শিক্ষার্থীদের নিয়ে গঠিত সম্মিলিত 'সিঙ্গেল ঐক্যজোট'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান আবির এবং সাধারণ সম্পাদক হিসাবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় সংগঠনের উপদেষ্টা মন্ডলি, বিদায়ী কমিটির সভাপতি রবিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মো. তৌকিব হাসান শান্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আরও আছেন- সহ- সভাপতি যুথী রাণী, তৌহিদুল ইসলাম, খালেদুল ইসলাম শিশির, রবিউল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক- সামিউল ইসলাম, খোকন ইসলাম ইকরাম আহাদ, মো. আসিবুর রহমান আসিফ। সাংগাঠনিক সম্পাদক- আব্দুর রহিম বাদশা, মোজাম্মেল হক, হৃদয় রায়। দপ্তর সম্পাদক- স্বাধীন বাবু, উপ-দপ্তর সম্পাদক সজিব রানা। প্রচার সম্পাদক মো. শোয়াইবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক-নূর-এ আলম আসিফ, কোষাধ্যক্ষ মথি ত্রিপুরা, উপ-কোষাধ্যক্ষ নাহিদ আকন্দ। সাহিত্য বিষয়ক সম্পাদক শাহারিয়ার সরকার শাকিল, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ছ্যাকা বিষয়ক সম্পাদক শাকিল আহাম্মেদ, জাস্টফ্রেন্ড নির্মূল সম্পাদক হাবিবুল্লাহ, চিপাচাপা বিষয়ক সম্পাদক আবু হোসেন সজীব, ছোটবোন বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম, কাপল কাউন্সেলিং সম্পাদক কমল দেবনাথ, বোটানিক্যাল পর্যবেক্ষক সম্পাদক আকাশ মন্ডল, ভাইয়া বিষয়ক সম্পাদক ফারজানা ববি। লুতুপুতু বিষয়ক সম্পাদক পরীক্ষিত রায়, বড় আপু বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, বকুলরোড বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, ভিসি রোড বিষয়ক সম্পাদক আশিক, মেসেঞ্জার বিষয়ক সম্পাদক সুমন শাহ, সিঙ্গেল পূর্ণবাসন সম্পাদক মিল্টন পুরকায়স্থ, নিরাপত্তা বিষয়ক সম্পাদক তৌফিক হাসান, সহ-সম্পাদক নির্মল চন্দ্র সিংহ, আরিফুল ইসলাম, ফাহিমা আক্তার মুন্নি, নিলয়, মেহেদী হাসান।

এছাড়াও কার্যকরী সদস্য নূর-এ নিশাত মণিকা, ফিশান শিকদার, জামান, হেলাল মিয়া, রবীন্দ্র রায়, মনিরুজ্জামান মনির, আব্দুল আলিম, সৌরভ, ফিরোজ, এস. এম. সাইমন ও সালমান ফারসি।

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা প্রতিরোধে ক্যাম্পাসে বিক্ষোভ র‍্যালী, সমাবেশ, সাবেক সিঙ্গেল ত্যাগী নেতৃবৃন্দের সম্মাননা এবং র‍্যালির মাধ্যমে দিবসটি উৎযাপন করা হবে বলে জানানো হয়।

নবনির্বাচিত সিঙ্গেল ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান বলেন, সিঙ্গেল লাইফ প্যারামুক্ত লাইফ। আসলে আমরা ভালোবাসা বিরোধী না। ভালোবাসা তো পবিত্র একটা সম্পর্ক। কিন্তু বর্তমানে ভালোবাসার নামে যে অশ্লীলতা ছড়ানো হচ্ছে আমরা তার বিরুদ্ধে। প্রেম করার নামে ক্যাম্পাসে যেন কেউ আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে খেলায় রাখা আমাদের প্রধান দায়িত্ব হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ