শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

একুশে বইমেলায় রাবি শিক্ষার্থীর ‘বর্ণহীন বর্ণমালা’

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজ মাহমুদ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল প্রবল ঝোঁক। স্বপ্ন ছিল বড় হয়ে লেখক হবেন। আর সেই লেখনীর হাতেখড়ি হয় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালে। তারপর ধীরে ধীরে অ্যাকাডেমিক পাঠের পাশাপাশি লেখার হাতও পাকা করতে থাকেন। নিজের রচিত গল্প আর কবিতা জমে স্তুপে পরিণত হয়েছে। এবার সেইসব লেখা থেকে বাছাই করা কিছু কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বর্ণহীন বর্ণমালা’।

বইটি এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। ৬৪ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে প্রেম, বিরহ, দেশপ্রেম, অনিয়ম ও দুর্নীতি নিয়ে লেখা মোট একান্নটি কবিতা স্থান পেয়েছে। কাব্যটি প্রকাশিত হয়েছে ‘নব সাহিত্য’ প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছে কারুধারা নামক একটি প্রতিষ্ঠান। এবারের বইমেলায় নব সাহিত্যের ৩০ ও ৩১ নম্বর স্টলে কবিতার বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকম এবং লেখকের কাছ থেকেও সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।

ছেলেবেলা থেকেই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র লেখার প্রতি ঝোক ছিল মুস্তাফিজের। ভেতরের বিদ্রোহী ভাব থেকেই মূলত কবিতা লেখার সূচনা তার। এর আগে যৌথভাবে ‘বাংলার উদীয়মান কবি’ নামে কবিতার বই বের করলেও এটি তার প্রথম একক কাব্যগ্রন্থ।

‘বর্ণহীন বর্ণমালা’র লেখক মুস্তাফিজ মাহমুদ নয়া শতাব্দীকে বলেন, পঞ্চম শ্রেণিতে অধ্যয়ন করা অবস্থায় প্রথম একটা ছোটগল্প লিখি। লেখা দেখে আমার বাল্যশিক্ষক সোহরাব হোসেন আমিন লেখালেখির জন্য উৎসাহ প্রদান করেন। তারপর থেকেই একটা দুইটা করে কবিতা-গল্প লিখতে থাকি। একসময় একটা গ্রন্থ প্রকাশ করার ভাবনা মাথায় আসে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ ও শ্রুতিমধুর শব্দ চয়নের মাধ্যমে কবিতাগুলো লেখার। আশা করছি কবিতাগুলো পাঠ করলে পাঠকের তৃপ্তি মিটবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ