ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, প্রতিযোগিতায় ৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৭২ জন খেলোয়াড় অংশ নিবেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ