নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে বসন্তবরণ উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) চারুকলার বিভাগের ইউটিলিটি ভবনের ছাদে এ উৎসব উদযাপন করা হয়।
বসন্তবরণ উৎসবকে কেন্দ্র করে চারুকলা বিভাগে প্রায় ৩০ রকমের ভর্তা-ভাতের আয়োজন করা হয়। তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয় বসন্তবরণ উৎসব।
এ উৎসবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, কোষাদক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশিদ খান, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভাগের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থী নুরে জান্নাত মীম বলেন, আমরা বাঙ্গালিয়ানাকে তুলে ধরি এবং এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী মিলবন্ধনের মাধ্যমে বসন্তবরণ উৎসবকে সর্বাত্মক ফুটিয়ে তোলার চেষ্টা করি।
চারুকলা বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের বিভাগে বর্ণিল আয়োজনের মাধ্যমে বসন্তবরণ উৎসব করেছি। আমরা চায় ভ্রাতৃত্ববোধের সম্পর্ককে দৃঢ় রেখে যেনো আগামি বছর আবারও আমরা এ উৎসব পালন করতে পারি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে থাকি। সারাবছর আমরা নানা উৎসব পালন করি। আমরা যখন বাইরের দেশে যায় তখন আমরা গর্ব করে বলতে পারি, আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই একত্রে বসবাস করি এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের ধর্মীয় উৎসব উৎসাহ উদ্দীপনার সাথে একত্রে পালন করি। আশা করি জবির প্রাঙ্গনেও আমরা আমাদের এ চেতনা বজায় রাখতে সহায়তা করবো।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ