নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে কৃষিবিদ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে সিলেট অঞ্চলের কৃষিবীদগণ অংশ নেয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা সহ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, অর্থ ও হিসাব শাখার সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ের স্মৃতিচারণ করেন। এসময় তিনি বাংলাদেশের কৃষির অগ্রগতিতে কৃষিবিদদের ভূমিকা তুলে ধরেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা বর্তমান সময়ে কৃষিবিদদের তাৎপর্য ও মূল্যায়ন তুলে ধরে বলেন, সঙ্কট সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে সকল কৃষিবিদদের একসাথে কাজ করতে হবে। এছাড়াও খাদ্য উৎপাদনে বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করে বিশ্বের জন্য খাদ্য উৎপাদন করতে কৃষিবিদদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এক সভায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদার ঘোষণা দেন। এ দিনটিকে স্মরণীয় রাখতেই ২০১০ সাল থেকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রতিবছর এ দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতিবছর সর্বস্তরের কৃষিবিদরা দিবসটি পালন করে আসছেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ