ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। গতবছরের ন্যায় এবারেও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

উপ-উপাচার্য জানান, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট দিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরেরদিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং সর্বশেষ ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ