নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামাজিক উদ্যোক্তা অন্বেষণের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ অন ক্যাম্পাস পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার গ্রান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় 'চেকমেট'।
আয়োজক সূত্রে জানা যায়, ২২১ টি দল প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করে। এদের মধ্য থেকে প্রাথমিক বাছাই পর্ব শেষে ৩০ টি দলকে সেমিফাইনালের জন্য মনোনীত করা হয়। সর্বশেষ ৭টি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা নিজেদের বিজনেস প্লান তিনজন বিচারকসহ শ্রোতামণ্ডলীর সামনে উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় ১ম রানার আপ হয় 'রিভাল' এবং ২য় রানার আপ 'দ্যি এলিটমেট'। বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিযোগিতার ক্যাম্পাস পরিচালক আয়েশা আক্তার নয়া শতাব্দীকে জানান, অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ পাবে। রাবি থেকে বিজয়ী 'চেকমেট' পরবর্তীতে ভারতের মুম্বাইয়ে রিজিওনাল সামিটে প্রতিযোগিতা করবে। সেখানে বিজয়ী দল গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ পাবে। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজেনস আইডিয়া বাস্তবায়নের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পাবে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, ড. নাসরিন লুবনা প্রমুখ।
উল্লেখ্য, হাল্ট পরিবার ২০০৯ সাল থেকে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানমূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ