নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) আবারও ‘এক্সিলেন্ট ইউনিভার্সিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে পুরকৌশলীদের আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট(এসিআই)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক এই সংগঠনটির অফিশিয়াল মেইলের মাধ্যমে ক্যানেট এস. ওয়ার্ল্ডের পাঠানো মেইলে এই তথ্যটি জানানো হয়।
এক্সিলেন্ট ইউনিভার্সিটির এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের মোট ৫৫টি বিশ্ববিদ্যালয়। এই তালিকায় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চুয়েট ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ও স্থান পেয়েছে। এছাড়া বিশ্বের ৫৩টি বিশ্ববিদ্যালয়কে আউটস্ট্যান্ডিং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে এক্সিলেন্ট ইউনিভার্সিটির তালিকাটি প্রস্তুত করা হয়। এতে আমেরিকা, কানাডা, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এসিআই। এ বছর প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন ৫৫টি বিশ্ববিদ্যালয়কে 'এক্সিলেন্ট ইউনিভার্সিটি' হিসেবে এবং ৫৩টি বিশ্ববিদ্যালয়কে 'আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি'র মর্যাদা দিয়েছে এই সংগঠন।
উল্লেখ্য, গত বছর এসিআই আয়োজিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় চুয়েটের ধারাবাহিক সাফল্যসহ এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট আয়োজিত বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রমে চুয়েটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া প্রোজেক্ট কম্পিটিশনে জয় কনক্রিট সলিউশন কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণসহ বিগত ৩ বছরে ৬ জন স্টুডেন্ট কম্পিটিশনে অ্যাওয়ার্ড জেতার ধারাবাহিকতায় 'এসিআই এক্সিলেন্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড ২০২২' পেতে মূল ভূমিকা পালন করেছে বলে মনে করেছেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, নবীন স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে বিগত দুই বছরে আমরা এক্সিলেন্ট ইউনিভার্সিটি ক্যাটাগরিতে এসিআই এর সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছি। এটি ভবিষ্যৎ পথ চলাতে অনুপ্রেরণা জোগাবে বলে আমি আশাবাদী।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ