ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

মাকে বাঁচাতে ছেলের কিডনি দান

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৮

‘মা’ এক অক্ষরের শব্দ। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারেন। নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচিয়েছেন এমনও অনেক নজির রয়েছে। কিন্তু ছেলে মাকে বাঁচাতে কিডনি দেন এমন ঘটনা বিরল। মায়ের প্রতি ভালোবাসা থেকে এমনটাই করতে যাচ্ছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। তবুও অর্থের অভাবে থেমে আছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৬০ লাখ টাকারও বেশি।

রংপুরের জেলার তাজহাট থানার মোল্লা পড়া গ্রামের বাসিন্দা মো. ইয়াছিন আলীর (৫৫) ছোট ছেলে মো. মেহেদী হাসান (২২)। মেহেদী বলেন, অভাবের সংসারে অনেক কষ্টে বন্ধু-বান্ধবের সহযোগিতায় প্রায় ২ লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমার মায়ের কিডনি ও লিভার প্রতিসস্থাপন করা অতীবও জুরুরি। কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।

মেহেদী আরো বলেন, আমার মাকে বাঁচাতে চাই। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের একজন শিক্ষার্থী। আমার মা মোছা. মোবাশ্বেরা বেগম (৫০) গত পাঁচ বছর ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। আমার বাবার জমি-জমা যা ছিল এমনকি গ্রামের বাড়ীভিটাসহ বিক্রি করে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সংকুলান দেয়া সম্ভব হচ্ছে না। এই অর্থের জন্য আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন।

তিনি বলেন, কিডনী দাতা আমি নিজে কিন্তু আমি আপনাদের নিকট আমার জন্য না, আমার মায়ের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আশা করি মানবিক বিষয়টি আপনারা সকলেই অনুধাবন করতে পারবেন। আমি আমার স্নেহময়ী মাকে বাঁচাতে চাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে, আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করুন।

আর্থিক সাহায্যের জন্য-

বিকাশঃ 01797796588, 01827669566

নগদঃ 01749125919

রকেটঃ 01521577838

Bank account-

NRBC Bank account No: 01303110001290 Janata Bank account No: 0100220765827

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ